আমিনুল কবির, কক্সবাজার : শহরের লাইট হাউজ পাড়ায় সম্প্রতি চুরির কারণে আতংকিত হয়ে পড়েছে এলাকাবাসী। প্রতিদিন কোন না কোন বাড়ী ও দোকানে চুরি হচ্ছেই।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন বিভিন্ন দোকান ও বাড়ীতে সংঘবদ্ধ চোরের দল গভীর রাতে হানা দিয়ে দোকানের তালা ও বাড়ীর দরজা,জানালা কেঁটে মোবাইল,টাকা পয়সা, মালামালসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাচ্ছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়,গত কয়েকদিনে এলাকার বেশ কয়েকটি দোকান ও বাড়ী থেকে আনুমানিক ২/৩ লক্ষ্য টাকার জিনিসপত্র চুরি করা হয়েছে।
স্থানীয় জাহাঙ্গীরের মায়ের মোদি দোকানের গ্রিলের তালা কেটে দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্সে থেকে নগদ টাকা, অন্যান্য পন্য সামগ্রী মিলে প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির খবর পাওয়া গেছে।
অপর দিকে একই এলাকার হতদরিদ্র দিন মজুর আইয়ুবের বাড়ী থেকে প্রায় ২০-৩০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।এই সমস্ত চুরি, ডাকাতির ঘটনায় জনমনে আতংক দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক জানান,স্থানীয় কয়েকজন যুবক সিন্ডিকেট করে ইয়াবা সেবনের টাকা জোগাড় করতে এ ধরণের চুরির ঘটনা ঘটছে। এদের অত্যাচারে এলাকার মানুষ আজ তাদের আতংকে রয়েছে বলেও জানান। তাদের এ ভয়াবহ মাদকের ছুবলে এলাকার কিছু উঠতি বয়সী যুব সসামাজও ধ্বংসের পথে।
এই চক্রটি দীর্ঘদিন যাবৎ হোটেল মোটেল জোনসহ আশপাশের এলাকাগুলোতে প্রতিনিয়ত চুরি,ডাকাতি ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
এলাকাবাসী আইন প্রয়োগকারী সংস্থার আন্তরিক সহযোগিতা কামনা করছেন।