মহাস্থান বগুড়া) প্রতিনিধি : বৃহস্পতিবার বিকাল ৩টায় মহাস্থান উচ্চ বিদ্যালয়ে আন্ত: শ্রেণী ফুটবল টুূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত খেলার প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাইদুর রহমান সাজু। তিনি বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে বিদ্যালয়, নিজের ও দেশের সুনাম অর্জন করা যায়। এজন্য যাকিছু করা হয় তা মনোযোগের সহিত করতে হয়, যাতে তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম,আ: মজিদ, আহসান হাবিব, সুফি আলম, খাইরুল ইসলাম, মেহেরুল ইসলাম, সিরাতুল জান্নাত জুয়েল, আয়েশা সিদ্দিকা, সোহেলী পরভীন কেটি, লিখন প্রমুখ। সমগ্র খেলা পরিচাণনা করেন শরীর চর্চা শিক্ষক শহিদুল ইসলাম। খেলায় শাপলাদল বাগান বিলাস দলকে ৩-০ গোলে ও ট্রাইবেকারে ডালিয়া দল মৌ সন্ধ্যা দলকে ৩-২. গোলে পরাজিত করে জয় লাভ করে।