সিলেট ল’ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজ কোর্টের পিপি মিসবাহ উদ্দীন সিরাজ।
শনিবার কলেজ পরিচালনা পর্ষদের এক সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো কলেজটির সভাপতি নির্বাচিত হন। এ উপলক্ষে শনিবার রাতে ল’ কলেজে তাকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শনিবার মিসবাহ উদ্দীন সিরাজের জন্মদিন হওয়ায় এই সংবর্ধনা পরিণত হয় জন্মদিনের উৎসবে।
শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মিসবাহ উদ্দীন সিরাজের মাতা সমতেরা বিবি, ল’ কলেজের কলেজের সাবেক অধ্যক্ষ মনির উদ্দীন, এডভোকেট ধ্রুবজ্যোতি শ্যাম, সিনিয়র আইনজীবি এডভোকেট আব্দুস সবুর , যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক, কলেজের শিক্ষক এডভোকেট আবুল খায়ের হেলাল আহমদ, সিলেটের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহ দিদার আলম নোবেল, মিসবাহ উদ্দীন সিরাজের সহধর্মিনী ফারজানা মিসবাহ, যুক্তরাজ্য আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিসবাহ উর রহমান মিসবাহ, শিক্ষক এডভোকেট সোয়েব আহমদ, মুনতাহা মিসবাহ, সাবিয়ান আহমদ মিসবাহ, ল’ কলেজের সাবেক ভিপি এডভোকেট জুনেল আহমদ, এডভোকেট আলা উদ্দীন, হাওর ও পরিবেশ উন্নয়ন পরিষদের সভাপতি কাশমির রেজা, সাংবাদিক পাভেল আহমদ, যুক্তরাজ্য যুবলীগ নেতা জামাল আহমদ, যুবলীগ নেতা তারেক উদ্দীন তাজ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মজনু, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মুর্শেদ আহমদ।