আতাউর রহমান,গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর ৮নং দেওনাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি গঠন কল্পে গতকাল স্কুল হলরুমে আলোচনা সভা প্রধান শিক মাহবুবা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সাজেদুর রহমান শামিমকে পুনরায় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়া দাতা সদস্য হবিবর রহমান, মোস্তাফিজার রহমান মোস্তাকে সহ-সভাপতি,সুমি আকতার মহিলা বিদ্যুৎসাহী সদস্য,অনুপ কুমারকে উচ্চ বিদ্যালয় শিক প্রতিনিধি,আমিনুর রহমানকে পুরুষ বিদ্যুৎসাহী সদস্য,মিজানুর রহমান পুরুষ সদস্য,বিজ্ঞানী রানী ও দোলনা বেগমকে মহিলা সদস্য,খায়রুল বাশারকে শিক প্রতিনিধি নির্বাচিত করা হয়।