মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার শহরের মাতারকাপন এলাকায় পারিবারিক কলহের জেরেআলী মিয়া। শনিবার (১৯ মে) দিবাগত রাত দেড়টার দিকে শহরের শমসেরনগর রোডের মাতারকাপন এলাকায় এ ঘটনা ঘটে।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপপরিদর্শক শিলা বেগম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরে মেয়ের জামাই আলী মিয়ার সঙ্গে শাশুড়ি রোকেয়া বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জামাই আলী মিয়া ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে শাশুড়ির শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। শাশুড়ির চিৎকারে আশপাশের লোকজন রোকেয়াকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
তবে এ ব্যাপারে থানায় এখনোও মামলা হয়নি। ঘটনার পর থেকে ঘাতক জামাতা পলাতক রয়েছে।