শাহপরাণ (রহঃ) প্রেসক্লাবের উদ্যােগে খাদ্য সামগ্রী বিতরণ
মামুন চৌধুরী ::সিলেটের শাহপরাণ গেইটে শাহপরাণ (রহঃ) প্রেসক্লাবের উদ্যোগে করোনা পরিস্থিতিতে গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
২২ এপ্রিল বিকাল ৪ টার দিকে শাহপরান মা-মনি স্কুল ক্যাম্পাসে শাহপরাণ (রহঃ) প্রেসক্লাবের সদস্যবৃন্দের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলো ছোট্ট শিশু মনি সিলেট সদর উপজেলার ০৪ নং খাদিমপাড়া ইউনিয়নের আগামীর কর্ণধার সিলেট জেলা যুবলীগ নেতা জননেতা জাহাঙ্গীর আলমের মেয়ে ছামিরা আক্তার জাহরিন। শাহপরান (রহঃ) প্রেসক্লাব এই ছোট্ট শিশু মনি ছামিরা আক্তার জাহরিনকে অতিথি করে এক ব্যতিক্রমী ও সৃজনশীল নতুনধারা সৃষ্টি করলো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক বায়ান্ন পত্রিকার সিলেট ব্যুরো এম এ রহিম, দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মুজিবুর রহমান (ডালিম), সিলেট জেলা যুবলীগ নেতা অপু তালুকদার।
প্রধান বক্তার বক্তব্যে জননেতা জাহাঙ্গীর আলম বলেন,” সাংবাদিকরা শুধু খবরের পিছনে দৌড়ায়না তারা মানুষের সেবায় ও অংশগ্রহণ করে। আজ শাহপরান(রঃ) প্রেসক্লাবের সাংবাদিকরা তারই উজ্জ্বল দৃষ্টান্ত। জাহাঙ্গীর আলম আরো বলেন, শাহপরাণ (রহঃ) প্রেসক্লাব আর্তমানবতার সেবায় ভবিষ্যতে আরো বড় পরিসরে এগিয়ে আসবে এই প্রত্যাশা করি।”
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শাহপরাণ (রহঃ) প্রেসক্লাবের সহ-সভাপতি ছাদিকুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক পারভেজ আহমদ রাজু, কোষাধ্যক্ষ আতিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিপি আক্তার মিতু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাওহিদুল ইসলাম ফাহিম, দপ্তর সম্পাদক সম্পাদক ফাহিমা বেগম, সদস্য মামুন চৌধুরী, শিক্ষিকা ও সাংবাদিক রাশিদা বেগম, ফার্মাসিস্ট ও সাংবাদিক আমার দেশ প্রতিদিনের সিলেট জেলা প্রতিনিধি তোফায়েল আহমদ প্রমুখ।