নিজস্ব প্রতিবেদক : র্যাব-৯ এর সদস্যরা শনিবার বিকালে শহরতলীর শাহপরান থানাধীন বিআইডিসি সূচনা কমিউনিটি সেন্টারের কাছ থেকে ডাকাতির মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আমিন মিয়াকে(৫০) গ্রেফতার করেছে। সে আল বারাকা (বহর কলোনী) এলাকার মৃত চান মিয়ার পুত্র।
আসামীকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সে দীর্ঘদিন যাবত গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে আতœগোপনে ছিল। তাকে গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। তাকে এসএমপির শাহ্পরান থানায় হস্তান্তর করা হয়েছে