স্টাফ রিপোর্টার : বুধবার সন্ধ্যে ৬:০০ঘটিকায় গোলাপ গঞ্জ উপজেলাধীন খাটকাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি,কলামিস্ট ও নাট্যকার জনাব ছয়ফুল আলম পারুল কুশিয়ারা মিডিয়া এসোসিয়েশন গোলাপগঞ্জ,সিলেটের সভাপতি নির্বাচিত হওয়ায় গোলাপগঞ্জ টিচার্স ক্লাব এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত শুভানুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জনাব রাকেশ চন্দ্র মৈত্র। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চবিদ্যালয় এণ্ড কলেজের গভর্নিং বডির সদস্য এবং ঢাকাদক্ষিন ইউ/পির প্যানেল চেয়ারম্যান জনাব সেলিম আহমদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক জনাব আমেদ হানিফ।স্বাগতিক বক্তব্য রাখেন অত্র টিচার্স ক্লাবের সভাপতি জনাব মিফতা উদ্দিন। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সর্বজনাব খসরু পারভেজ,আতিকুর রহমান, আজিজুর রহমান, সামছুদ্দীন,মিনহাজ উদ্দিন আহমদ, আব্দুল হান্নান,এমসি একাডেমীর সহঃশিঃজনাব জাকের আহমদ প্রা:বি:এর সহ:শি:সর্বজনাব আব্দুল কুদ্দুস,লুকেশ চন্দ্র দাস,অধির রাম বিশ্বাস।
সংবর্ধিত অতিথি তার বক্তব্যে বলেন তিনি আজ বিশ্ব ভালোবাসা দিবসে সকলের ভালোবাসায় সিক্ত হয়েছেন এবং গোলাপগঞ্জ টিচার্স ক্লাবের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠনে সংগীত পরিবেশন করেন ঢাকাদক্ষিন আনন্দধারা সংগীত বিদ্যালয়ের শিল্পী বৃন্দ।