রশিদুর রহমান রানা,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলাই এলাকায় চালু হওয়া জুয়ার আসরে প্রথম দিনেই উপজেলা যুব সংহতি ও শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে জুয়ার আসর বন্ধ ও জুয়ারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
জানা যায়, গত শনিবার উপজেলার কিচক ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ড কমিটি গঠিত হওয়ার পরপরই নেতাকর্মীরা ইউনিয়নকে মাদক ও জুয়ামুক্ত করার ঘোষণা দেন। সেদিনই কিচক এলাকার বেলাই গ্রামে কিছু প্রভাবশালী ব্যক্তি জুয়ার আসর পরিচালনা করছে এরূপ সংবাদের ভিত্তিতে উপজেলা যুব সংহতির আহ্বায়ক হুসাইন শরিফ সঞ্চয়ের নেতৃত্বে যুব সংহতি ও ছাত্রসমাজের নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং জুয়ার আসর বন্ধ করে দেয়। একপর্যায়ে জুয়ারু এবং যুব সংহতির নেতৃবৃন্দের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জুয়ার আসরের জন্য নির্মিত ঘর ও সরঞ্জামাদি ভেঙ্গে দেয়। এব্যাপারে শিবগঞ্জ উপজেলা যুব সংহতির আহ্বায়ক হুসাইন শরিফ সঞ্চয় বলেন, আমরা উপজেলা যুব সংহতির নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে গোটা এলাকায় মাদক ও জুয়ামুক্ত করবই। এব্যাপারে আমরা উপজেলা যুব সংহতির পক্ষ থেকে যুব সমাজের সহযোগিতা কামনা করছি। খবর পেয়ে কিচক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হোন। জুয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, জুয়ার ব্যাপারে আমাদের কোন ছাড় নাই। ভবিষ্যতেও আমরা এভ্যাবেই জুয়ার ব্যাপারে সংঘবদ্ধ হয়ে লড়াই করব। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীদ মাহমুদ খান বলেন, জুয়ারুরা যেই হোক না কেন তাদের সঙ্গে আমার কোন আপোষ নেই।