রশিদুর রহমান রানা,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জের একমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অকেজো অপারেশন থিয়েটার কে পুনরায় চালু করার লক্ষ্যে উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ ২ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
জানাযায় দীর্ঘদিন যাবৎ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স অপারেশন থিয়েটার অকেজো থাকায় গরীব ও অসহায় রুগীরা তাদের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত ছিলেন। এতে করে তারা বাহিরে বিভিন্ন ক্লিনিকে এ সেবা গুলো নিতে বা ছোট খাটো অপারেশন করতে বহু টাকা ব্যয় করতে হতো। এ আর্থিক অনুদানের ফলে শিবগঞ্জ বাসীর দীর্ঘদিনের আশা আকাঙ্খা অনেকটা পুরন হলো। ছোট খাটো অপারেশন গাইনী, হার্নিয়া, সহ বিভিন্ন অপারেশন এখন শিবগঞ্জ হাসপাতালে করা হবে। গতকাল উপজেলা পরিষদে পরিবার পরিকল্পনা কর্মকর্তা সলিমুল্লার হাতে ২ লক্ষ টাকার চেক প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আবু নাছর মোহাম্মাদ আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন পদন্নতি পেয়ে বদলী হয়ে যাওয়া সাবেক নির্বাহী কর্মকর্তা শাহনেওয়াজ।