প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টায় শিববাড়ি পয়েন্টের পাঠান পাড়া এলাকার আজমান কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, আজমান কমপ্লেক্সের সামনে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন নিহত যুবক ও আহত আফাজ উদ্দিন। হঠাৎ ফেঞ্চুগঞ্জগামী বেপরোয়া গতির তেলবাহী একটি ট্রাক তাদেরকে পেছন থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে ফেলে দ্রুত পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই ঐ যুবকের মৃত্যু হয়। আহত অবস্থায় আফাজ উদ্দিনকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার    এ এস আই আব্দুল জলিল হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেঘনা অয়েল কোম্পানীর তেলবাহী গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ বলে জানা যায়,