অভিভাবকহীন শিশু মো. ইমনের (০৫) অভিভাবকের সন্ধান চায় পুলিশ। এক্ষেত্রে সিলেট মহানগরের শাহপরাণ থানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। ওই শিশুটি তার পিতার নাম আমির আলী এবং মাতার নাম পূর্নিমা বলে জানালেও বিস্তারিত ঠিকানা জানাতে পারছে না। বর্তমানে তাকে বাগবাড়ী এলাকায় সেফহোমে রাখা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ আবদুল ওয়াহাব জানান, ‘জনৈক রমজান আলী শিশুটিকে শাহপরাণ মাজার গেইট এলাকা থেকে উদ্ধার করে রোববার থানায় নিয়ে আসেন। শিশুটি তার বিস্তারিত ঠিকানা জানাতে পারছে না। তার অভিভাবকের সন্ধান না পাওয়ায় আদালতের মাধ্যমে নগরীর বাগবাড়ীর মহিলা ও শিশু কিশোরীদের নিরাপদ আবাসনে (সেফহোমে)তাকে রাখা হয়েছে।’
কেউ ইমনের প্রকৃত অভিভাবকের সন্ধান পেলে শাহপরাণ থানায় (০১৭১৩-৩৭৪৩১০) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।