সিলেট প্রতিনিধি : শুভ উদ্বোধন নিউ হেয়ার জেন্টস্ পার্লার ভিআইপি বিল্ডিং সোনালী ব্যাংকের নিচ তলা পুরান পুলের মুখ চাঁদনীঘাট সিলেট, আজ বিকাল চার ঘটিকার সময় নিউ হেয়ার জেন্টস্ পার্লার শুভ উদ্বোধন হয়, শুভ উদ্বোধন করেন আম্বরখানা পুলিশ ফাঁড়ির টিএসআই নজরুল উপস্থিত ছিলেন কুলাউড়া বাসস্ট্যান্ডের চেয়ারম্যান রিয়াদ আহমদ, ও উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন জনপ্রিয় অনলাইন পত্রিকা www.bdjahan.com এর সম্পাদক সাংবাদিক এম.এ.সাবলু হৃদয় , ও উপস্থিত ছিলেন নিউ হেয়ার জেমস্ পার্লারের পরিচালক রিপন চন্দ্র বলেন সকলের দোয়া ও সহযোগিতায় আমি আমার ব্যবসা আরো এগিয়ে নিতে চাই, আরো উপস্থিত ছিলেন এ, এস, আই, জলিল, ও এ, এস, আই, মনজুরুল আলমপুর পুলিশ ফাঁড়ি ও রোজ ইউনানী ফার্মেসীর পরিচালক সাঈদ আহমদ, মুরাদ আহমদ, ও ক্লাসিক মেডিয়ার সভাপতি ছাদিকুর রহমান সোহেল, ও আব্দুল হাই রাজন, ভিআইপি বিল্ডিঙ্গের ম্যানেজার মনির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম, শিপু আহমদ, সুহেব আহমদ, লায়েক আহম, কামরান, ও লন্ডন প্রবাসী বাবুল আহমদ প্রমুখ।