নিজস্ব প্রতিবেদক : আজ ৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে শেখ কামালের ৬৮ তম জন্মবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে ২৬ বছর বয়সে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকেও ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ঘাতকেরা হত্যা করে।
এর এক মাস আগে ওই বছরের ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেট সুলতানা খুকুকে বিয়ে করেছিলেন তিনি। খুনিদের হাত থেকে রেহাই পাননি সুলতানাও। শেখ কামাল রাজধানীর শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন।
ছাত্রলীগের এই কর্মী ১৯৬৯’এর গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণ নিয়ে প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কামাল।
স্বাধীনতার পর সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে উচ্চ শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে স্নাতক (সম্মান) পাস করা কামাল মারা যান স্নাতকোত্তর ফলাফলের আগেই। ওই ফলাফল প্রকাশ করা না হলেও শুক্রবার শেখ কামালের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনায় সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন যে, তিনি দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিলেন।
সংস্কৃতি প্রেমী শেখ কামাল ছায়ানটের সেতারবাদন বিভাগেরও ছাত্র ছিলেন। বন্ধু শিল্পীদের নিয়ে নিজেই গড়ে তুলেছিলেন স্পন্দন শিল্পী গোষ্ঠী, গাইতেন পপ সঙ্গীত। ব্যক্তিজীবনে শেখ কামাল শিল্প-সংস্কৃতির পাশাপাশি ক্রীড়া সংগঠক হিসেবেও স্মরণীয় হয়ে আছেন। ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় উৎসাহী কামাল ছিলেন আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা।
মৃত্যুর আগে তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো তার জন্মদিন যথাযথ মর্যাদায় পালনের জন্য নানা কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ কামালের জন্মদিনে শনিবার সকাল ৮ টায় ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সকাল নয়টায় বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল করা হবে।
এছাড়াও বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন যথাযথ মর্যাদায় দিবসটি পালন করতে নানা কর্মসূচি নিয়েছে।