নাঈম ইসলাম, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীর নিম্নাঞ্চল টানাবৃষ্টি আর পাহাড়িঢলে ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ১৫শ হেক্টর জমির আমন ধান তলিয়ে গেছে। শনিবার ভোর রাতে মহারশি নদীর রামেরকুড়া এলাকায় বেড়িবাঁধ ভেজ্ঞে যায়। আর টানা বৃষ্টিতে সোমেশ্বরী ও কালঘেষা নদীর পানি বৃদ্ধি পায়। এতে ঝিনাইগাতী বাজার, সুরিহারা,বনগাঁও,দাড়িয়া পাড়,রামেরকুড়া,হাতিবান্ধা,দিঘীরপাড়,দড়ি কালিনগর,সারি কালিনগর,মাটিয়াপাড়া,উত্তর কান্দুলী,বাগেরভিটা,আয়নাপুর,পাগলারমুখ সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়জুন্নাহার বলেন,চলতি মৌসুমে ১৪হাজার ৬৭৫হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে।পাহাড়ি ঢলে ১৫শ হেক্টর জমির ধান তলিয়ে গেছে।
স্থানীয়রা জানান,এসব এলাকার পুকুরের মাছ পানিতে ভেসে গেছে এবং আবাদ তলিয়ে গেছে।তারা চোখে ঘোর অন্ধকার দেখছে।