মোঃ ছাদিকুর রহমান সোহেল, সিলেটের আলোঃঃ আজ প্রাণঘাতী করোনাভাইরাস এর কারণে সকাল থেকে পুরো সিলেট একই রূপ নিলেও শ্রীরাম পুর বাই পাস রোড যেনো এর চেয়ে বেশী ভয়ের কারণ
গতকাল থেকে সিলেট জেলাকে লক ডাউন ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণা বাস্তবে কার্যকর করতে দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হয়েছে সিলেট ট্রাফিক পুলিশ
রবিবার সকালে শ্রীরাম পুর বাই পাস সড়কে লক ডাউন সতর্কতা করতে অবস্থান নিতে দেখা যায় ট্রাফিক পুলিশ সদস্যকে।
বিষয়টি সচেতন সিলেটবাসীর অন্তরে দাগ কাটে। সর্বমহলে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তা ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে।
এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সদস্যরা ও টিএস আই আকবর বলেন বলেন প্রতিদিন রুটিন অনুযায়ী কাজ করে যাচ্ছে পুলিশ
সিলেট জেলাকে কার্যত লক ডাউন ঘোষণা করার পর পুলিশ আরও বেশী দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হওয়ার চেষ্টা অব্যাহত রাখতে চেষ্টা শুরু করেছে।