আকাশ বগুড়া : বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা বলেছেন সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে হলে সুদ-ঘুষ ও হারাম পন্থা পরিহার করতে হবে। তিনি আরো বলেন শুধু মসজিদ গড়লেই হবে না, মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সহিত আদায় করতে হবে।
তিনি শুক্রবার বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়নের পশ্চিম পাটিতাপাড়া বায়তুর রহমান জামে মসজিদে প্রথম জুম্মার নামাজ আদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথা গুলো ব্যক্ত করেন। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউ.পি চেয়ারম্যান প্রভাষক মহররম আলী, ৬ নং ওয়ার্ড ইউ.পি সদস্য গাজীউল হক, ৫ নং ওয়ার্ড সদস্য আব্দুল মান্নান, ফাঁপোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক, ইউ.পি যুব দলের সভাপতি হেলাল উদ্দিন, সমাজ সেবক নিরব মিয়া, অত্র মসজিদের পেশ ইমাম আমজাদ হোসেন জিহাদী, সভাপতি মোজাহার আলী, সেক্রেটারী মন্টু মিয়া, কোষাধ্যক্ষ আফতাব হোসেন, সমাজ সেবক শাজাহান আলী, মোকাব্বর হোসেন, রফিকুল ইসলাম, আলম, আনোয়ার হোসেন, জাফর হোসেন, রশিদ আলী, সওকাত হোসেন, চাঁন মিয়া, মোতাহার দায়েত সহ এলাকার ধমপ্রাণ মুসুল্লিবৃন্দ।