সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আফরিনে কুর্দি পর ওই অঞ্চল থেকে নিজেদের সেনা সরিয়ে নিয়েছে রাশিয়া। শনিবার রুশ সরকার এই তথ্য জানিয়েছে।
আফরিন থেকে কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটের (ওয়াইপিজে) সদস্যদের ধরা হবে- তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের এমন ঘোষণার পরই দেশটির সেনারা সেখানে বিমান হামলা শুরু করে।
এর আগে ওই হামলা না করতে তুরস্ককে হুঁশিয়ারি দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করেই ‘অপারেশন অলিভ ব্রাঞ্চ’ নামের ওই অভিযান শুরু করে তুর্কি সেনারা। আইএসবিরোধী যুদ্ধে ওয়াইপিজেকে সবচেয়ে সক্রিয় বাহিনী মনে করে যুক্তরাষ্ট্র। ১৫৩টি কুর্দি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে তুর্কি সেনারা।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে সিরিয়ার আফরিন সীমান্তের ছিটমহল অতিক্রম করেছে তুরস্কের সেনাবাহিনী। রবিবার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম জানান, ওয়াইপিজে নিয়ন্ত্রিত এলাকা অতিক্রম করেছে তাদের বাহিনী।