ভোটার তালিকা প্রকাশ, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করাসহ নানা অভিযোগ এনে সম্মেলনে বয়কট করেছেন জাতীয় ছাত্রসমাজের একটি অংশ।
বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রসমাজের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন চলাকালে ছাত্রসমাজের সভাপতি প্রার্থী সুলতান জিসান ও সাধারণ সম্পাদক প্রার্থী মোখলেসুর রহমান বস্তুর নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন অনিয়ম তুলে ধরে ‘এই সম্মেলন মানি না’ শ্লোগান দিয়ে চলে যান। সম্মেলন বয়কট করে পরে তারা সেগুনবাগিচার মিলনায়তনে সংবাদ সম্মেলন করে পুন সংবাদ সম্মেলন দাবি করেন।