নিজস্ব প্রতিবেদক, বগুড়া : সাংবাদিকতায় বিশেষ আবদান রাখার জন্য দৈনিক আমাদের সময়ের বগুড়ার নিজস্ব প্রতিবেদক প্রদীপ মোহন্তকে স্বীকৃতি পুরস্কার দেওয়া হচ্ছে। ঐতিহ্যবাহি সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র এ পুরষ্কার প্রদান করছে। আগামী ৬ ও ৭ অক্টোবর সংগঠনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘কবি সম্মেলন’ পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট এবং সম্মাননা পত্র তুলে দেওয়া হবে। বগুড়া লেখক চক্র ১৯৮৯ সাল থেকে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করে আসছে। সাংবাদিক প্রদীপ মোহন্ত ১৯৮৯ সালে দৈনিক বাংলার বাণীর পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এর পর দৈনিক মুক্তকন্ঠ, দৈনিক জনতা, দৈনিক দুর্জয় বাংলা, দৈনিক উত্তরাঞ্চল পত্রিকায় কাজ করেন। এর আগে তিনি ১৯৯৭ সালে শিবগঞ্জ উন্নয়ন কমিটির (শিউক) মুকুল-জুলেখা স্মৃতিপদক লাভ করেন।
বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক বলেন, সাংবাদিকতায় প্রদীপ মোহন্ত ছাড়াও চলতি বছরে (২০১৭) স্বীকৃতি পুরস্কার পেয়েছেন নকবিতায় জাকির জাফরান, কথা সাহিত্যে সালেহা চৌধুরী, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘দুর্বা’ সম্পাদক গাজী লতিফ।