পাবনা প্রতিনিধি : বে-সরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা’র জেলা প্রতিনিধি, পাবনা অনলাইন প্রেস ক্লাবের সদস্য সচিব , পাবনা সংবাদের প্রধান সম্পাদক, দৈনিক খবর পত্রের ষ্টাফ রিপোর্টার ও দৈনিক বিশ্ব বার্তা’র বার্তা সম্পাদক মোবারক বিশ্বাসসহ সারা দেশে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জরিতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পাবনায় কর্মরত সাংবাদিকবৃন্দ। রবিবার (২০’ আগস্ট) বেলা সাড়ে ১১টায় পাবনা প্রেস ক্লাবের সামনে পাবনা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতি এবং পাবনা সংবাদপত্র পরিষদ’র যৌথ আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাস সভা অনুষ্ঠিত হয়।
পাবনা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতি’র সভাপতি কাজী মাহবুব মোর্শেদ বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, পাবনা সাংবাদপত্র পরিষদ’র সভাপতি ও দৈনিক জোড়া বাংলা পত্রিকার সম্পাদক আব্দুল মতীন খান, সংবাদপত্র পরিষদ’র সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক খবর বাংলার সম্পাদক ড. আব্দুস সালাম, প্রেস ক্লাবের সাবেক সম্পাদক ও মাছরাঙ্গা টেলিভিশন’র উত্তরাঞ্চল ব্যুরো চিফ উৎপল মির্জা, সংবাদপত্র পরিষদ’র সাধারণ সম্পাদক ও বিশ্ব বার্তা পত্রিকার সম্পাদক শহীদুর রহমান শহীদ, প্রেস ক্লাবের সাবেক সম্পাদক সমকাল ও এনটিভি প্রতিনিধি এ বি এম ফজলুর রহমান, সাংবাদিক সুশিল তরফদার, সময় টেলিভিশন’র পাবনা জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ প্রমুখ। বক্তারা মোবারক বিশ্বাসসহ সারা দেশে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং জরিতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাট্রিজ’র পরিচালক ও নাট্যকার কোবাদ আলী, দৈনিক বিপ্লবী সময়ের নিবার্হী সম্পাদক হাসান আলী, হেডে ক্রিয়েটিভ’র সত্তাধীকারি খালেদ হোসেন পরাগ, দৈনিক খবর বাংলার নির্বাহী সম্পাদক জহুরুল ইসলাম বকুল, দৈনিক বিবৃতি’র বার্তা সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, নতুন বার্তা’র প্রতিনিধি জহুরুল ইসলাম, ডেইলী স্টার প্রতিনিধি তপু আহমেদ, এটিএন নিউজ প্রতিনিধি রিজভী জয়, বিজয় টিভি প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন, সাংবাদিক মিজান তানজিলসহ পাবনায় কর্মরত সাংবাদিকবৃন্দ। সঞ্চালনায় ছিলেন পাবনা ড্রামা-সার্কেল’র সাধারণ সম্পাদক ও ৭১টিভির পাবনা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল।
উল্লেখ্য ১৭ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে সন্ত্রাসীরা এটিএন বাংলা’র জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাস’র উপর আক্রমন করে গুরুতর আহত করে। পাবনা সদর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। ১৮ আগস্ট শুক্রবার সকালে পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ পাবনায় কর্মরত সাংবাদিকবৃন্দ তাকে দেখতে যান ও চিকিৎসার খোঁজ খবর নেন।