সিলেটের আলোঃঃ সিলেট শহরতলির শাহপরান এলাকার সাধারণ মানুষ এ্যাকশনে নেমেছেন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। ওই এলাকার মানুষ পাকড়াও শুরু করেছেন মাদক ব্যবসায়ীদের।
রোববার বেলা সোয়া ২ টার দিকে খাদিম চৌমুহনী শাহপরান উপশহর আবাসিক এলাকায় দলবল নিয়ে অবস্থান নেন মাদক ব্যবসায়ী বিশ^জিৎ। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাদেরকে ঘেরাও করে। কিন্তু ঘেরাও দেয়ার আগেই বিশ^জিতের সাঙ্গপাঙ্গরা পালিয়ে যায়। কিন্তু স্থানীয়দের হাতে ধরা পড়েন বিশ^জিৎ। স্থানীয়রা গণধোলাই শেষে বিশ^জিতকে শাহপরান থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। বিশ^জিৎ ওই এলাকার মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের অন্যতম সদস্য।
স্থানীয়রা জানান, সাক্ষাত, শাকিল, সুগা ও রুনির নেতৃত্বে শাহপরান আবাসিক এলাকায় একটি চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী চক্র গড়ে উঠে। মাদক ও চাঁদাবাজ ওই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ১১ নভেম্বর পুলিশ বরাবরে আবেদন করেন। ওই আবেদনের পর মাদক ও চাঁদাবাজরা আরো বেপরোয়া হয়ে উঠে। শাহপরান আবাসিক এলাকার কয়েকজনের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় চক্রটি প্রকাশ্যে হুমকী দেয়।
চাঁদা না দেয়ায় এবং মাদকের বিরুদ্ধে কথা বলায় ২৬ নভেম্বর রাত ৮ টার দিকে চাঁদাবাজ সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালায় দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক মো. মুজিবুর রহমান ডালিমের বাসায়। সন্ত্রাসী গোষ্ঠীটি ব্যাপক হামলা ও ভাঙচুর চালায়।
ওই ঘটনার পর এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেন। দফায় দফায় মানববন্ধন, সমাবেশ করে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। সাংবাদিকরাও একই দাবিতে মানবন্ধন করেছেন। কিন্তু তারপরও মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ চক্র এলাকায় তাদের অপতৎপরতা প্রকাশ্যে চালিয়ে যেতে থাকে। ওই অবস্থায় স্থানীয়রা রোববারে পাকড়াও করে মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য বিশ^জিতকে।