মহাস্থান (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার মহাস্থান প্রেস কাবের নির্বাচন শেষে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রেস কাবের আহ্বায়ক আনিছুর রহমান মিটুর সভাপতিত্বে কাবের সকল সদস্যদের নিয়ে স্থানীয় ডাকবাংলোয় এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া (জেইউবি)’র সভাপতি মীর্জা সেলিম রেজা। তিনি বলেন, সাংবাদিকদের শত্রু থাকবে। কিন্তু সেই শত্রুদের কলমের লেখনির মাধ্যমে পরাস্ত করতে হবে। প্রকৃতি সাংবাদিক অন্যায়ের কাছে মাথা নত করেনা বা কারো দ্বারা প্রবাভিত হয় না। তারা ন্যায়ের সাথে কাজ করে চলে। আগামীতে মহাস্থান প্রেসকাব সাংবাদিকদে অধিকার আদায়ে সর্বদা সচেষ্ট থাকবে ও অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বাবুল মিয়া বাবু।
আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে মহাস্থান প্রেসকাবের শান্তিপূর্ণ এক নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সাইদুর রহমান সাজু (দৈনিক সাতমাথা)কে সভাপতি, এস আই সুমন (দৈনিক বগুড়া)কে সাধারণ সম্পাদক ও আনিছুর রহমান মিটু (দৈনিক কালের খবর)কে কোষাধ্যক্ষ করে ১৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো সি: সহ-সভাপতি এস আই শফিক (দৈনিক বগুড়া), সহ-সভাপতি শমশের নূর খোকন (দৈনিক উত্তরকোণ) ও খলিলুর রহমান (নয়া দিগন্ত), সি: যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম (সময় টিভি ক্যামেরা পার্সন), যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী শিপন (দৈনিক সবুজ বাংলা), দপ্তর সম্পাদ শাকিউল ইসলাম শাকিল (ভিশন প্রতিদিন), প্রচার সম্পাদক সেলিম উদ্দিন (কালের খবর), ধর্মীয় সম্পাদক ফজলুল হক (দৈনিক ঢাকার ডাক), তথ্য প্রযুক্তি সম্পাদক ছানাউল হক ছানা (চ্যালেন ২১), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মাদ আলী (দৈনিক খবরপত্র), ক্রিড়া সম্পাদক কামরুল হাসান (কালের খবর), রাজু আহম্মেদ (মুক্ত জমিন), মাছুদ রানা (অনলাইন মিডিয়া), এবিএম মামুন (বৈশাখি টিভি ক্যামেরা পার্সন)কে নির্বাহী সদস্য করে ১৭ সদস্য কমিটি গঠন করা হয়। অন্যান্য সদস্যরা হলো, আব্দুল মালেক, মাহমুদর রহমান, আনোয়ার পাশা, এম এ সুমন, শহিদুল ইসলাম, ওমর ফারুক, জোবায়েল, রুহুল আমিন।