প্রদীপ সাহা, সাপাহার(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের মাঝে ত্রাণ বিতরণ করলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসায় ত্রাণ বিতরণ করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ পারভেজ বসুনীয়া, নওগাঁ জেলা পরিষদের সদস্য বাবু মন্মথ সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ, গোয়ালা ইউপি আওয়ামীলীগের সভাপতি কামারুজ্জামান প্রমুখ। উপজেলার ৩ টি স্থানে প্রায় ১ হাজার ক্ষতি গ্রস্থদের মাঝে ১০ কেজি চাউল, ১কেজি মসুর ডাল, আধাকেজি লবন ও ২৫০ গ্রাম শরিষার তেল বিতরণ করা হয়।