প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে নারী নেতৃত্বে বন্যায় ক্ষতিগ্রস্ত স্পন্সর শিশু পরিবারের মাঝে অর্থসহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় পাতাড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে একশান এইড বাংলাদেশে এর আর্থিক সহায়তায়, বি এস ডিও এবং বিডিও’র সহযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য-৪৬,নওগাঁ-১ বাবু সাধন চন্দ্র মজুমদার এম.পি বন্যাদূর্গত স্পন্সর শিশু পরিবারের মাঝে ২৪ লক্ষ ৮ হাজার টাকা, যা প্রতিটি পরিবারকে চার হাজার টাকা করে মোট ৬০২ জন স্পন্সর শিশু পরিবারের মাঝে ঘর মেরামত বাবদ এক কালিন আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: মোরশেদা পারভীন,উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ পারভেজ বসুনিয়া,জেলা পরিষদের সদস্য বাবু মন্মথ সাহা, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী,কৃষি কর্মকর্তা এ এফ এম গোলাম ফারুক হোসেন, একশান এইড বাংলাদেশে’র ডেপুটি ম্যানেজার সাদ আহম্মদ শামিম, বি এস ডি’ও নির্বাহী পরিচালক আব্দুর রউফ, বিডিও’র নির্বাহী পরিচালক আকতার হোসেন,পাতাড়ি ইউপি চেয়ারম্যান মুকুল মিয়া প্রমূখ।