সিলেটের আলোঃঃ সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমেদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক বিরোধীদলীয় হুইপ ও সাবেক সংসদ সদস্য সেলিম উদ্দিন।
সাবেক হুইপ সেলিম উদ্দিন এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার রোহের মাগফেরাত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, তৃণমূলের রাজনীতিতে বদর উদ্দিন আহমেদ কামরানের অবদান চিরস্মরণীয়। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়। সিলেটের সম্পৃতির রাজনীতির অনন্য উদাহরণ বদর উদ্দিন কামরান। দলমত নির্বিশেষে তিনি ছিলেন সিলেটের গণমানুষের নেতা। সিলেটের উন্নয়ন ও জনসেবার জন্য তিনি দীর্ঘদিন মানুষের মনে বেঁচে থাকবেন।
প্রসঙ্গত, করোনা ভাইরাসে আক্রান্ত জনাব কামরান (৬৯) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাত ৩টায় মৃত্যুবরণ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি ওয়া রাজিউন)।