জাফরুল সাদিক : বগুড়ার সারিয়াকান্দিতে আজ শনিবার প্রধান মন্ত্রী শেখ হাসিনা বন্যা দূর্গত এলাকা পরিদর্শনে আসছেন। প্রধান মন্ত্রী শেখ হাসিনা আসাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে সারিয়াকান্দি উপজেলা প্রশাসন ও দলীয় সূত্র নিশ্চিত করেছে।
এ ব্যাপারে সারিয়কান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান শুক্রবার দুপুর ৫টায় যোগাযোগ করা হলে তিনি জানান, প্রাথমিক ভাবে প্রধান মন্ত্রীর সফরকে সফল করার সকল প্র¯ু‘তি প্রায় শেষ। নিরাপত্তাও ব্যাপক হারে জোরদার করা হয়েছে। সারিয়াকান্দি-সোনাতলা এলাকার সংসদ সদস্য আব্দুল মান্নান জানিয়েছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রথমে শনিবার সকালে গাইবান্ধা জেলার বন্যা এলাকা পরিদর্শন করে । পরে সারিয়াকান্দিতে আসবেন। সারিয়াকান্দিতে তিনি বন্যা দূর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে সারিয়াকান্দি ডিগ্রী কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন। এরপর তিনি হেলিকপ্টার যোগে অন্যান্য বন্যা দূর্গত এলাকা পরিদর্শন শেষে ঢাকায় ফিরবেন।এ ব্যাপারে সারিয়াকান্দি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সধারন সম্পাদক আলমগীর সাহী সুমন জানান, প্রধান মন্ত্রী আসবে এটাতো খুসির খবর।সারিয়াকান্দি উপজেলাবাসী,স্থানীয় নেতাকর্মীদের মাঝে অনেক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য সকলে অপেক্ষার প্রহর গুনছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী এবং ক্ষতিগ্রস্ত কৃষিকের মাঝে ধানের চারা বিতরণ করবেন। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজ,সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে সারিয়াকান্দির পৌর এলাকা সহ বিভিন্ন স্থানে সুন্দর ভাবে সাজানো হয়েছে।