গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ ঢাকাস্থ বনানী লেডিস সোসাইটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বগুড়া সারিয়াকান্দির হাটশেরপুর ইউনিয়নের নিজ বলাইল গ্রোয়েনবাঁধ এলাকায় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ আয়োজিত সভায় সোসইটির সভানেত্রী মমতাজ বেগমের সভাপতিত্ব বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিঃ মাসুদুর রহমান হিরু মন্ডল। বক্তব্য রাখেন সোসাইটির যগ্ম সম্পাদিকা নুর জাহান বেগম, সমাজসেবক গিয়াস উদ্দিন, মাহবুবুর রহমান ছোটন, জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সভাপতি মুহম্মাদ আবু মুসা, স্থানীয় জিলুর রহমান। অন্যান্যদের মধ্য ছিলেন লেডিস সোসাইটির রহিমা আখতার, জাকিয়া শামিম, হালিমা নওশের, জাহান আরা স্বপ্না, নাদিরা আনওয়ার, বিবিসিএফ এর কেন্দ্রীয় মহাসচিব মাসুম মিয়া, সাংবাদিক নেতা মাহফুজ মন্ডল, আতাউর রহমান, আব্দুল লতিফ, সমাজসেবক জাহিদুল ইসলাম, আহসান লিমন, জুয়েল, মামুন, বাবুল, আজম, দুলা, রাজু প্রমূখ। ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবণ, নগদ টাকা ছাড়াও বস্ত্র। বন্যার্ত মানুষরা ত্রান সামগ্রী পেয়ে আবেগে আপ্লুত হয়।