January 23, 2025, 2:05 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন আকাশ চৌধুরী সম্পাদিত ‘বিজয় চিরন্তন’বেরিয়েছে ওসমানী হাসপাতালের নার্স আছমা আলহারামাইন থেকে বহিস্কার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে ব্যারিষ্টার এম এ সালামের মতবিনিময় সুনামগঞ্জের গামাইরতলা সীমান্তে ভুয়া পুলিশ সহযোগী সহ আইনশৃঙ্খলা বাহিনীর খাঁচাতে জনগনের কাছে তথ্য অধিকার আইন সম্পর্কে সঠিক ধারনা দিতে হবে: সিলেটে তথ্য সচিব সিলেটের যুব উন্নয়ন অধিদপ্তরে উপ-পরিচালক শামীম “”বিদায় বেলায় ফুলেল শুভেচ্ছা সংবর্ধনা আর ভালোবাসা সিক্ত যিনি সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুললের সুস্থতা কামনায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দোয়া মাহফিল শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন দক্ষ সংগঠক ও অভিনয়শিল্পী কামাল জৈন্তাপুরে বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
সিম্ফনি ও আইটেলের স্মার্টফোন গ্রামীণফোনে

সিম্ফনি ও আইটেলের স্মার্টফোন গ্রামীণফোনে

বাংলাদেশের মানুষের হাতে সাশ্রয়ী দামে স্মার্টফোন তুলে দেয়ার লক্ষ্যে এ দেশের বাজারে কো-ব্র্যান্ডেড সিম্ফনি জি-২০ ও আইটেল আইটি-১৪০৯ নিয়ে আসতে সিম্ফনি ও আইটেলের সঙ্গে যৌথ অংশীদারিত্ব করেছে গ্রামীণফোন।

দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানটির পূর্ববর্তী কো-ব্র্যান্ডেড স্মার্টফোনের ব্যাপক সাফল্য ও জনপ্রিয়তার পর গ্রামীণফোন এর করপোরেট হাউজে বুধবার এ নতুন দুই ডিভাইসের উদ্বোধন করে।

গ্রামীণফোনের হেড অব ডিভাইস সরদার শওকাত আলী, এডিসন গ্রুপের সিম্ফনি মোবাইলের বিজনেস অপারেশন ডিরেক্টর মো. মাকসুদুর রহমান এবং ট্রানসিশন বাংলাদেশের প্রধান নির্বাহী রেজওয়ানুল হকের উপস্থিতিতে স্মার্টফোন দুটির উদ্বোধন করেন গ্রামীণফোনের উপপ্রধান নির্বাহী এবং প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান। এ সময় গ্রামীণফোন, এডিসন গ্রুপ ও ট্রানসিশন বাংলাদেশের উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোনের উপপ্রধান নির্বাহী ও প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, গ্রাহকদের জীবনের সবচেয়ে পছন্দের ডিজিটাল সঙ্গী হওয়ার লক্ষ্য গ্রামীণফোনের। আর এ লক্ষ্যপূরণে, আরও বেশি মানুষকে পরস্পর সংযুক্ত রাখতে এবং ডিজিটাল মাধ্যমে তাদেরকে বাকি বিশ্বের সাথে যুক্ত রাখতে আমরা, সিম্ফনি ও আইটেল এর সাথে সাশ্রয়ী দামে মানসম্পন্ন নতুন স্মার্টফোন নিয়ে এসেছি। যা আরও বেশি মানুষকে ডিজিটাল মাধ্যমে যুক্ত করবে। আমাদের বিশ্বাস, সিম্ফনি জি-২০ ও আইটেল আইটি-১৪০৯ স্মার্টফোন ডিজিটাল মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকতে এবং গ্রামীণফোনের ডিজিটাল সেবা সুবিধা গ্রহণে গ্রাহকদের সহায়তা করবে।’

অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব ডিভাইস সরদার শওকাত আলী বলেন, ‘ফেসবুক ও হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন লাইটের ক্ষেত্রে একদমই অভিনব সত্যিকারের ডিজিটাল স্মার্টফোন আইটেল আইটি-১৪০৯। ১.২ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসরের ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০। ফোনটিতে রয়েছে চার ইঞ্চির ডব্লিউভিজিএ ডিসপ্লে, পেছনে ২ মেগাপিক্সেল এবং সামনে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা। ৮ জিবি রমের ফোনটিতে ইন্টার্নাল মেমোরি ৫১২ মেগাবাইট আর দীর্ঘক্ষণ চার্জের জন্য রয়েছে ১৫০০ এমএএইচ ব্যাটারি। মাত্র ৩ হাজার ১০০ টাকা মূল্যের ফোনটি পাওয়া যাবে দুটি আলাদা মেটালিক গোল্ড ও ডার্ক গ্রে কালারে।

সিম্ফনি জি-২০ স্মার্টফোনটিতে রয়েছে চার ইঞ্চি ডব্লিউভিজিএ স্ক্রিন, ১.৩ গিগাহার্টজ ডুয়াল-কোর প্রেসেসর, ৪ জিবি রম এবং ৫১২ মেগাবাইট র‌্যাম। ফোনটির পেছেন রয়েছে ২ মেগাপিক্সেল ও সামনে রয়েছে ০.৩ মেগা পিক্সেল ক্যামেরা। অ্যান্ড্রয়েড ৬.০ অপারেটিং সিস্টেমের ফোনটিতে রয়েছে ১৪০০ এমএএইচ ব্যাটারি। গ্রাহকদের জন্য ফোনটি কালো ও ডার্ক ব্লু কালারে পাওয়া যাবে। ফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২ হাজার ৯শ’ টাকা।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com