মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি,
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ কেন্দ্রীয় কমিটির পূনাঙ্গ কমিটিতে সহ-সভাপতি মনোনীত হয়েছেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কমিটি জগন্নাথপুর উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম।
গতকাল সুনামগঞ্জ হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় বিষয়টি নিশ্চিত করেছেন। ২২ ডিসেম্বর সংগঠনের প্রথম সন্মেলন সভাপতি হিসেবে বিশিস্ট আইনজীবি বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু কে সভাপতি সহ-সভাপতি হিসেবে মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক সুনামকণ্ট পত্রিকার সম্পাদক বিজন সেন রায়কে নির্বাচিত করা হয়। গতকাল পূনাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। পূর্নাঙ্গ কমিটিতে জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৩ বারের সাবেক চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবীদ শিক্ষানুরাগী আলহাজ্ব সিরাজুল ইসলামকে সহ-সভাপতি রাখা হয়। হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও কেন্দ্রেীয় কমিটিতে জগন্নাথপুরের আহ্বায়য় আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলামকে সহ-সভাপতি মনোনীত করায় কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়েছে জগন্নাথপুর উপজেলা হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও উপজেলা কমিটির নেতৃবৃন্দ। অপরদিকে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হওয়ায় আলহাজ্ব সিরাজুল ইসলামকে বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দন জ্ঞাপনকারীরা হলেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিমি রিজু,জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও জগন্নাথপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দিলওয়ার হোসেন,আফছর উদ্দিন ভূঁইয়া,মুক্তিযোদ্ধা নির্মল দাস,সিদ্দিকুর রহমান,সদস্য সচিব অমিত দেব,শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম এ মতিন,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সহ-সভাপতি তাজউদ্দিন আহমদ,সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও উপজেলা কমিটির সিনিয়র সদস্য লুৎফুর রহমান, আব্দুল জব্বার,আলী আহমদ, মুজিবুর রহমান, ফিরোজ আলী, কামাল উদ্দিন, সাফরোজ ইসলাম কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফখরুল হোসেন সাধারণ সম্পাদক দ্বীপক কান্তি দে দীপাল প্রমুখ।
Related