সিলেটের আলো:: সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় ২০০২ ইং এসএসসি ব্যাচের পুনর্মিলনী সম্পন্নগ ত ২৬ আগষ্ট শুক্রবার জুম্মার নামাজের পর সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় ২০০২ ইং এসএসসি ব্যাচের সবার উপস্থিতিতে রিজেন্ট পার্ক এন্ড রিসোর্টে সিলামে এক আনন্দগন মূহুর্ত তৈরি হয়।
আজ প্রায় ২০ বছর পর আমরা একত্রিত হয়েছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সকল বন্ধুকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত করতে কিন্তু পারিনি কারণ কেউবা জীবিকার তাগিদে বিদেশে, কেউবা শারীরিকভাবে অসুস্থ, কেউবা পারিবারিক কাজে দায়বদ্ব আবার কারও নাম্বার কিংবা সে এখন কোথায় আছে তা আমাদের জানা নেই। কিন্তু আমরা দাওয়াত দিতে কোন কার্পণ্য করিনি। আবার অনেক বন্ধু ইতিমধ্যে মারা গিয়েছেন আমরা তাদের আত্নার শান্তি কামনা করি। সত্যিকার অর্থে বন্ধুত্বের কোন সংজ্ঞা নেই। আমার মতে আমরা যারা এক বেঞ্চে বসে স্কুলে লেখাপড়া করেছি সবাই আমরা বন্ধু হয়ত ২০০২ ব্যাচে আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছি কিন্তু যারা এসএসসি পরীক্ষা দেননি তাদেরকে ও আমরা বাদ দেইনি কারণ আমরা এক বেঞ্চের ছাত্র। আমরা সাধ্যমত চেষ্টা করেছি অনুষ্ঠান সফল করার । আজকের এই আয়োজনে যদি উপস্থিত আপনারা সবাই খুশি হয়ে থাকেন তাহলে আমাদের পরিশ্রম সার্থক । পরিশেষে বলতে চাই আজ আপনাদের কাছে অনুরোধ একদিন সবাই এই পৃথিবীতে ছেড়ে চলে যাবে বিধায় আমরা যদি কারও মৃত্যূর খবর পাই তাহলে যেন শেষ বিদায় দিতে যাই। সিলাম পিএল উচ্চ বিদ্যালয়ের ২০০২ ব্যাচ কর্তৃক আয়োজিত সিলাম রিজেন্ট পার্কে পৃূর্ণমিলনী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো স্বাগত বক্তবে বলেন ২০০২ ব্যাচের প্রথম এডভোকেট আব্দুল হাই রাজন।
উক্ত অনুষ্ঠানে শাহ টিপু সুলতান এবং আবু সালেহ মোঃ মুসার যৌথ পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগলাবাজার থানার প্রতিষ্ঠাকালিন অফিসার ইনচার্জ জনাব আক্তার হোসেন এবং টুরিষ্ট পুলিশের অফিসার ইনচার্জ জনাব নজরুল ইসলাম।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং সিলাম ইউনিয়নের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল,সৌদি আরব প্রবাসী দুলাল আহমদ, আমেরিকা প্রবাসী সৈয়দ শিপু ইসলাম, সাইয়ূম,ইকবাল,মুন্না,লায়েক, শাহাবুদ্দিন, ইন্দ্রজিৎ, হোসেন,শাহজাহান,কামাল,মুক্তাদির,অপন,জাহেদ,খালেদ শাহ, ফয়েজ,জাকারিয়া, আজিজ আহমদ,শাহীন, জাহেদ,সালাউদ্দিন,জিয়া, ময়নুল,আয়েসা,বিলকিস,পলি,সুমি,মিলি,শেফা সহ তাদের পরিবারবৃন্দ।