করেছে জেলা প্রশাসন পরিচালিত বাজার মনিটরিং টিম। মূল্য তালিকা টাঙানো না থাকায় সোমবার বিকেলে ফুলকলির বন্দরবাজার শো-রুমে এ অভিযান পরিচালনা করা হয়। একই সাথে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী ও কোমল পানীয় জব্দ করে ধ্বংস করা হয়েছে।
অভিযানে ফুলকলি ছাড়াও বন্দরবাজারের লালবাজারের ত্রিবেদী স্টোরে মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা ও চড়া দামে সবজি বিক্রির অপরাধে মুমিন নামে এক সবজি বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক। ভোক্তা অধিদফতরের মার্কেটিং কর্মকর্তা মোর্শেদ কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রমজানে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিমের অভিযান অব্যহত থাকবে।