January 24, 2025, 5:32 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন আকাশ চৌধুরী সম্পাদিত ‘বিজয় চিরন্তন’বেরিয়েছে ওসমানী হাসপাতালের নার্স আছমা আলহারামাইন থেকে বহিস্কার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে ব্যারিষ্টার এম এ সালামের মতবিনিময় সুনামগঞ্জের গামাইরতলা সীমান্তে ভুয়া পুলিশ সহযোগী সহ আইনশৃঙ্খলা বাহিনীর খাঁচাতে জনগনের কাছে তথ্য অধিকার আইন সম্পর্কে সঠিক ধারনা দিতে হবে: সিলেটে তথ্য সচিব সিলেটের যুব উন্নয়ন অধিদপ্তরে উপ-পরিচালক শামীম “”বিদায় বেলায় ফুলেল শুভেচ্ছা সংবর্ধনা আর ভালোবাসা সিক্ত যিনি সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুললের সুস্থতা কামনায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দোয়া মাহফিল শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন দক্ষ সংগঠক ও অভিনয়শিল্পী কামাল জৈন্তাপুরে বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
সিলেটে ত্রাণ বিতরণ করতে গিয়ে রাসেল লাঞ্চিত

সিলেটে ত্রাণ বিতরণ করতে গিয়ে রাসেল লাঞ্চিত

                           সিলেটের আলো : প্রাণঘাতী করোনা ভাইরসে গৃহবন্দি সমাজের গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে সিলেটে মো: রাসেল আহমদ (২২) নামের দাতা লাঞ্চিত হয়েছে। গত ৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার সময় এসএমপি শাহপরাণ (রহ:) থানাধীন মুক্তিরচক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মো: রাসেল আহমদ গত ৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার সময় নিজ এলাকা এসএমপি শাহপরাণ (রহ:) থানার মুক্তিরচক ওমর মিয়ার বাড়িতে ত্রাণ নিয়ে যান। এসময় ওই এলাকার মৃত আব্দুল আলীর পুত্র গেদা মিয়া (৫০) ও গেদা মিয়ার পুত্র কামিল আহমদ (১৯) এবং ওমর আলীর স্ত্রী ইয়াসমিন বেগম (৪০) তার ছেলে জামিল আহমদ (১৯) ত্রাণ বিতরণে বাধা প্রদান করেন। একপর্যায়ে রাসেল আহমদ এর উপর তারা হামলা চালায়। এতে রাসেল আহমদসহ তার সাথে থাকা অন্যরা আহত হন। এবং তাদের সাথে থাকা ৩০টি ত্রানের ব্যাগ বিনষ্ট করা হয়। পরে তাদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করেন। এবং গেদা মিয়া গংরা তাদের খুন করার হুমকি প্রদান করেন।
এবিষয়ে রাসেল আহমদ বলেন, প্রাণঘাতী করনা ভাইরাসের কারণে গৃহবন্দি নিম্ন আয়ের মানুষের পাশে দাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে নিজ এলাকায় ত্রাণ নিয়ে গেদা মিয়ার বাড়িতে যাই। এসময় আমাদের উপর গেদা মিয়া গংরা অতকিত হামলা চালায়। এতে আমিসহ আমার সাথে থাকা অন্যরা আহত হন এবং ত্রাণের ৩০টি ব্যাগ বিনষ্ট করা হয়। এবং গেদা মিয়া গংরা প্রকাশ্যে আমাদের খুন করার হুমকি প্রদান করেন। বিষয়টি নিয়ে স্থানীয় মুরব্বিদের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com