সিলেটের আলো : প্রাণঘাতী করোনা ভাইরসে গৃহবন্দি সমাজের গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে সিলেটে মো: রাসেল আহমদ (২২) নামের দাতা লাঞ্চিত হয়েছে। গত ৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার সময় এসএমপি শাহপরাণ (রহ:) থানাধীন মুক্তিরচক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মো: রাসেল আহমদ গত ৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার সময় নিজ এলাকা এসএমপি শাহপরাণ (রহ:) থানার মুক্তিরচক ওমর মিয়ার বাড়িতে ত্রাণ নিয়ে যান। এসময় ওই এলাকার মৃত আব্দুল আলীর পুত্র গেদা মিয়া (৫০) ও গেদা মিয়ার পুত্র কামিল আহমদ (১৯) এবং ওমর আলীর স্ত্রী ইয়াসমিন বেগম (৪০) তার ছেলে জামিল আহমদ (১৯) ত্রাণ বিতরণে বাধা প্রদান করেন। একপর্যায়ে রাসেল আহমদ এর উপর তারা হামলা চালায়। এতে রাসেল আহমদসহ তার সাথে থাকা অন্যরা আহত হন। এবং তাদের সাথে থাকা ৩০টি ত্রানের ব্যাগ বিনষ্ট করা হয়। পরে তাদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করেন। এবং গেদা মিয়া গংরা তাদের খুন করার হুমকি প্রদান করেন।
এবিষয়ে রাসেল আহমদ বলেন, প্রাণঘাতী করনা ভাইরাসের কারণে গৃহবন্দি নিম্ন আয়ের মানুষের পাশে দাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে নিজ এলাকায় ত্রাণ নিয়ে গেদা মিয়ার বাড়িতে যাই। এসময় আমাদের উপর গেদা মিয়া গংরা অতকিত হামলা চালায়। এতে আমিসহ আমার সাথে থাকা অন্যরা আহত হন এবং ত্রাণের ৩০টি ব্যাগ বিনষ্ট করা হয়। এবং গেদা মিয়া গংরা প্রকাশ্যে আমাদের খুন করার হুমকি প্রদান করেন। বিষয়টি নিয়ে স্থানীয় মুরব্বিদের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।