অতিথি প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ঐতিহাসিক দলিলের স্বীকৃতি দেশের মানুষকে সাথে নিয়ে উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ উপলক্ষ্যে আজ শনিবার সারা দেশের মতো সিলেটে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসকের কার্যালয়।
জেলা প্রশাসনের পাশাপাশি কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয়ভাবেও সকল পর্যায়ের নেতাকর্মীদের দিক নির্দেশনা দেয়া হয়েছে।
সিলেটে কর্মসূচির ব্যপারে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ঐতিহাসিক দলিলের স্বীকৃতি হচ্ছে গোটা জাতীর জন্য আনন্দের এবং গর্বের। তাই এ আনন্দ উৎসব দেশের মানুষকে নিয়ে উদযানের প্রস্তুতি নিয়েছে সরকার। এ উপলক্ষে সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে আজ শনিবার সকাল ১০ টায় আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এরপর সন্ধ্যা ৬ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হবে স্বাধীনতার আলোকে কনসার্ট, এ আয়োজন শেষ হলে রাত ৭ টার দিকে শহীদ মিনারেই প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’। দিনের কর্মসূচি এভাবেই সাজানো হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন- আয়োজনটা দলীয় না হলেও সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ তথা এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবশ্যই উপস্থিত থাকবে। তাছাড়া এ আয়োজন সফল করতে জেলা প্রশাসনও তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কর্মসূচির ব্যপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন- বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের না, বঙ্গবন্ধু পুরো বাঙালী জাতির। তাই ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ঐতিহাসিক দলিলের স্বীকৃতি আনন্দ দেশের আপামর জনতার। এ আনন্দ দেশের মানুষের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য সরকার এ উদ্যোগ নিয়েছে। যা সারা দেশে একসাথে পালন করা হবে।
তিনি বলেন, স্থানীয়ভাবে এর আয়োজক জেলা প্রশাসক হলেও এটাকে সফল করতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনকে দলের পক্ষ থেকেও দিকনির্দেশনা দেয়া হয়েছে। ফলে দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি এ কর্মসূচি সকল শ্রেণী-পেশার মানুষের উপস্থিতি থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ঐতিহাসিক দলিলের স্বীকৃতি উদযাপন করতে শনিবার রাজধানীসহ সারাদেশে আনন্দ শোভাযাত্রা, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে সরকার। শুক্রবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু-কিশোর, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী ও সর্বস্তরের জনসাধারণ অনুষ্ঠানে অংশ নেবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের এ আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়গুলো বিভিন্ন অধিদফতরকে একই নির্দেশ দিয়েছে।
কেন্দ্রীয় পর্যায়ে এ উদ্যোগ গ্রহণের পাশাপাশি শনিবারের আনন্দ উৎসব সফল করতে সিলেটে ব্যপক প্রস্তুতি গ্রহণ করে সিলেট জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পরিচালক দেবজিৎ সিনহা, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, তথ্য উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি, সাংবাদিক আফতাব চৌধুরী ও সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত প্রমুখ।