সিলেট প্রতিনিধি : সিলেট সদর উপজেলার চেঙ্গেরখাল নদীর খাশেরগাঁও চরে গতকাল শুক্রবার ভোরে ভাসমান অবস্থায় রিয়াজ উদ্দিন (৩৫) নামে এক মৎস্যজীবির লাশ উদ্ধার করেছে স্থানীয় জনতা। বুধবার সকালে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হন ওই জেলে। ধারণা করা হচ্ছে বৈরী আবহাওয়ার কবলে পড়ে মৎস্যজীবির মৃত্য হতে পারে। রিয়াজ সিলেট সদর উপজেলার হাটখোলা গ্রামের মৃত ফখর উদ্দিনের ছেলে।
স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি রাশিদ আলী জানান বুধবার সকালে নৌকা-জাল নিয়ে মাছ ধরতে বের হন রিয়াজ। দুপুর এগারোটায় অন্যান্য জেলেরা মানুষবিহীন নৌকা ভেসে থাকতে দেখেন। ঘটনাটি এলাকায় জানাজানির পর সম্ভাব্য সকলস্থানে খুঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার ভোরে চেঙ্গেরখাল নদীর খাশেরগাঁও চরে তার লাশ ভেসে উঠে। পরে স্থানীয় জনপ্রতিনিধির অনুমতি নিয়ে শুক্রবার দুপুর ১২টায় জানাজা শেষে লাশ দাফন করা হয়।