সিলেটের আলো,
অদ্য ১৮/০৪/২০২১ ইংরেজী ভোর ৫.০০ ঘটিকার সময় সি এন জি চালিত অটোরিক্সা সিলেট থেকে জাফলংয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে তামাবিল রোডে ট্রাকের ধাক্কায় সি এন জি টি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে একজন নিহতের খবর পাওয়া যায়। নিহত ব্যাক্তি দক্ষিণ ভাগ দেওপাড়া এলাকার পুরকায়স্থ বাজারের সি এন জি চালক সমিতির সাধারন সম্পাদক ও বাজারের কাচামাল ব্যবসায়ী জনাব এনু আহমদের ভাই রেনু আহমদ (৩৪) নিহত হয়েছেন। তবে আহতের কোন খবর পাওয়া যায় নি। লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে