সিলেট প্রতিনিধি : সিলেটের গোায়াইনঘাটে ফের বন্যা দেখা দিয়েছে। বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অধিকাংশ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন ও উপজেলার দুটি পাথর কোয়ারিও রয়েছে বন্ধ। কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে উপজেলার অধিকাংশ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকের বসত ঘরে পানি উঠায় গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন। আবার অনেককেই তাদের গবাদি পশু নিয়ে অন্যত্র আশ্রয় খুঁজতে দেখা গেছে। কয়েক দিনের টানা বৃূষ্টি আর উজান থেকে পিয়াইন ও সারী নদী দিয়ে আসা পাহাড়ি ঢলের কারণে বৃহস্পতিবার বিকেল থেকে উপজেলার নিম্নাঞ্চলগুলোতে পানি বৃদ্ধি পেতে থাকে। গতকাল শুক্রবার বিকাল পর্যন্ত উপজেলার পুর্ব জাফলং, আলীরগাঁও, রুস্তমপুর, ডৌবাড়ী, লেঙ্গুড়া, তোয়াকুল ও নন্দীরগাঁও ইউনিয়নের অধিকাংশ গ্রামের রাস্তাঘাট ও বাড়িঘর পানিতে প্লাবিত হয়। এতে করে গোয়াইনঘাট উপজেলা সদরের সাথে যোগাযোগর গুরুত্বপূর্ণ রাস্তাঘাট তলিয়ে গেছে। যার ফলে উপজেলা সদরের সাথে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা এক রকম বিচ্ছিন্ন রয়েছে। অপরদিকে পাহাড়ি ঢলের তোড়ে উপজেলার নয়াগাঙ্গের পাড় ও বাউরবাগ হাওড় গ্রামের নদীর তীরবর্তী বসত বাড়ি ভাঙ্গনের কবলে রয়েছে। পাশাপাশি এই এলাকার নদীর তীর সংরক্ষণ ও ফসলী জমি রক্ষায় বেড়িবাঁধগুলোও রয়েছে হুমকির মূখে। বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় বোনা আমন ও বীজতলা ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে। এদিকে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিছনাকান্দি ও জাফলংয়ে দুটি পাথর কোয়ারির সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এই দুটি পাথর কোয়ারির প্রায় লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পরেছে।