সিলেটের আলোঃঃ সিলেটে বাড়ছে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সিলেট বিভাগের অন্যান্য জেলাকে পেছনে ফেলে সিলেটে রেকর্ড সংখ্যক করোনা রোগী সনাক্ত হয়েছে বুধবার (২৭ মে)।
এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় একদিনে আরও ৪২ জনের শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাস।
বিষয়টি বুধবার (২৭ মে) রাতে নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি বলেন, এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় একদিনে আরও ৪২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে ।
তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ওসমানীর পিসিআর ল্যাবে ১৮৬টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৪২টি নমুনার ফল আসে পজিটিভ। যা সিলেট জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
এদিকে বুধবার (২৭ মে) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরো ৬ জনকে করোনাক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।