বৃহস্পতিবার নগরের সুবিদবাজার, টুকেরবাজার তেমুখি ও আম্বরখানা পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নতুন সড়ক পরিবহন আইনে মামলা দিয়ে ১৭ টি সিএনজি ও ০৩ টি ব্যাটারি চালিত টমটম, ০২ টি ব্যাটারী চালিত রিক্সা ও ০১ টি মোটরসাইকেল ডাম্পিং এর মাধ্যমে পুলিশ লাইন্সে পাঠানো হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) আবুল খয়ের, টিআই নিখিল জিবন চাকমা, সার্জেন্ট সুবির তালুকদার, সার্জেন্ট সুজন দেবনাথ, টিএসআই মোঃ ওয়াহেদ ও স্পেশাল টিম-১।