৷
সিলেটের আলোঃ
সিলেটে ভুয়া ঠিকানা দিয়ে করোনা পরীক্ষা করিয়েছিলেন আক্রান্ত ওই যুবক।পরীক্ষায় নিজের ঠিকানা খাদিমপাড়ায় উল্লেখ করলেও ওই ঠিকানায় গিয়ে স্থানীয় চেয়ারম্যান জানতে পারেন, করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি সেখানে নয়। খাদিমপাড়ার টিকরপাড়া গ্রামে তার শ্বশুরবাড়ি। তবে করোনা আক্রান্ত ওই ব্যক্তি বর্তমানে টিকরপাড়ায় নেই বলে দাবি করছেন তার শ্বশুরবাড়ির লোকজন।
রোববার (১৯ এপ্রিল) সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এদিকে, করোনা শনাক্ত হওয়ার আগ পর্যন্ত আক্রান্ত ওই ব্যক্তি টিকরপাড়ার তার শ্বশুরবাড়িতে ছিলেন বলে জানিয়েছেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুল মছব্বির।
এ বিষয়ে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ বলেন, আক্রান্ত ব্যক্তির বাড়ি টিকরপাড়ায় নয়। এখানে তার শ্বশুরবাড়ি। গত ৮-১০ দিন ধরে তিনি শ্বশুরবাড়িতেই ছিলেন। তিনি পেশায় একজন টমটমচালক। রোববার এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই রোগীকে পুলিশ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় লোকজন খুঁজছিলেন।