নিজস্ব প্রতিবেদক : সিলেটের রিকাবীবাজার থেকে এক ভূয়া র্যাব পরিচয়কারী ভণ্ডকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি নিজেকে র্যাব-পুলিশের কর্মকর্তা পরিচয়েও সিলেটসহ বিভিন্ন জেলার সাধারণ মানুষের নিকট হতে প্রতারনামূলকভাবে অর্থ আত্মসাৎ করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার র্যাব-৯ এর একটি বিশেষ টিম এসএমপির কোতোয়ালী থানাধীন রিকাবীবাজারস্থ এলাহী জমজম পোল্ট্রি ফিড দোকানের সামনে থেকে ভূয়া র্যাব কর্মকর্তা পরিচয়দানকারী জাবেদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ভূয়া র্যাব পরিচয়দানকারী মোঃ জাবেদ আহম্মেদ (৪১), মুন্সিপাড়া এলাকার বাসিন্দা আব্দুল নূর আহম্মেদের ছেলে। তাকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য যে, তার বিরুদ্ধে র্যাবের উর্দ্ধতন কর্মকর্তা পরিচয়ে সিলেট জেলার বিভিন্ন এলাকার সাধারন লোকজনের নিকট থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ সিলেটসহ আশেপাশের জেলার সাধারণ জনগনের নিকট নিজেকে র্যাব-পুলিশের উর্দ্ধতন কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছিল বলে স্বীকার করে।