সিলেট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট পল্লীতে আফছানা বেগম (৪) নামে এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগে সৎ মা নাছিমা বেগমকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ২টার দিকে কানাইঘাটের বাহাইছড়া গ্রামের এ ঘটনা ঘটে। আফছানা ওই গ্রামের মোহাম্মদ আলমগীরের হোসেনের মেয়ে।
স্থানীয় জানায়, নাছিমা তার সৎ মেয়ে আফছানাকে সহ্য করতে পারতেন না। মেয়ের বাবা বাড়ি থেকে বেরিয়ে গেলেই নির্যাতন শুরু করতেন। এ কারণে কয়েকবার স্বামীর রোষানলেও পড়তে হয়েছে তাকে। মেয়ের বাবা ডাক্তার দেখাতে গেলে সৎ মা তাকে হত্যা করে। সোমবার একা ঘরে শিশু আফসানাকে গলাটিপে হত্যার করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা নাছিমাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, শিশু আফছানার গলায় আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে, শিশুটিকে গলাটিপে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত সৎ মা নাছিমা বেগমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।