সিলেটে আলোঃঃ সিলেট স্বামীর সঙ্গে পার্কে বেড়াতে এসে প্রাণ গেল এক লন্ডনী নববধূর। শনিবার (০৩ আক্টোবর) সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুরস্থ ড্রিমল্যান্ড পার্কে বেড়াতে এসে রাইড চড়তে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা যার ওই নববধূ।
নিহত মোনতাহা আক্তার সামিয়া (১৯) বিয়ানীবাজার গোবিন্দশ্রী গ্রামের মো. রুহুল আলমের স্ত্রী। তার পৈত্রিক বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এলাকায়। এক মাস আগে মায়ের সাথে তিনি লন্ডন থেকে দেশে আসেন। এরপর রুহুল আলমের সাথে বিয়ে হয় সামিয়ার।
স্বামী মো. রুহুল আলম জানান, শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে ড্রিমল্যান্ড পার্কে বেড়াতে আসেন। এক পর্যায়ে ‘ডেঞ্জার হোন্ডার রাইড’ চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন সামিয়া। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।