মোঃ জসিম উদদীন : ইবনে সিনা হাসপাতাল সিলেট ল্যাবরেটরী বিভাগের উদ্যোগে সম্মিলিতভাবে এক ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্টিত হয়। শুক্রবার সকাল ছয়টায় উপশহর খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ল্যাবরেটরী বিভাগের সবাই খেলায় অংশগ্রহণ করে। খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে ল্যাবরেটরী বিভাগের সম্মানিত ল্যাব ইনচার্জ সুমন সরকার আমাদের সবাইকে আনন্দ এবং উৎসাহিত সাথে বলেন যদিও আমরা আজ দুইটি ভাগে বিভক্ত হয়েছি কিন্তু আমরা একই ডিপার্টমেন্টের তাই আমরা সুন্দরভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে খেলা উপহার দিব।
খেলা টি দুটি ভাগে বিভক্ত হয় এ এবং বি খেলা মোট ৫০.০০ মিনিট হয় খেলায় হাফটাইমের আগে ১২ মিনিটের মাথায় বিভাগ এ বিভাগে বি কে ১ টি গোল দিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। হাফটাইমের পর বিভাগ বি ১৬ মিনিটের মাথায় বিভাগ এ কে ১ টি গোল দেন পরবর্তীতে খেলা ড্র হয়ে যায়। খেলাটি পরিচালনা করেন মুস্তাফিজুর রহমান। বিভাগ এ দের মাঝের খেলোয়াররা ছিলেন ওমর ফারুক,মাসুদ রানা,জয়নুল ইসলাম চৌধুরী, সাইফুল ইসলাম, , রুহুল আমিন, তালহা,শাকিল, আব্দুল্লাহ আল, লিমন খলিসুর রহমান, জাহিদুল ইসলাম, জসিম উদদীন।
বিভাগ বি দের মাঝের খেলোয়াররা ছিলেন সুমন সরকার, মোসাদ্দেক হোসেন চৌধুরী, নেয়ামত উল্লাহ, বুরহানুল ইসলাম বাধন , রানা উল করিম, আরাফ, শিহাব উদ্দিন, তাজ উদ্দিন, ইমদাদ, বদরুল ইসলাম,আরিফ আহমেদ,জাহিদুল ইসলাম, উক্ত খেলা ড্র হওয়াতে খেলাটি অসম্পূর্ণ রয়ে যায় পরবর্তী খেলার জন্য তারিখ জানানো হবে।