সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনের রাস্তায় আকস্মিক কয়েকটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টার দিকে একদল যুবক ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে গাড়ি ভাংচুর করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
কয়েকজন অটোরিক্সা চালকের অভিযোগ, মিছিলকারীরা দেশীয় অস্ত্র-সস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এর মধ্যে সিলেট থ সিরিয়ালের-১১৭৩২৮, ১১৯২৫৪, ১১৫৪৮২, ১২৫০৪২, ১২৬০৩৮, ১১৯৫১০ কয়েকটি অটোরিক্সা রয়েছে। ভাংচুর হওয়া আরো কিছু গাড়ি ঘটনার পর পরই ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে, এ ভাংচুরের প্রতিবাদে মেডিকেল রাস্তার সম্মুখে আধা ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ চালকরা। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।
কোতয়ালী থানার ওসি গৌসুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।