‘পথ যেন শান্তির, মৃত্যু নয়’-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিলেট-জকিগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে গোলাপগঞ্জ উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা)’র উদ্যোগে সোমবার গোলাপগঞ্জের হেতিমগঞ্জে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিসচা’র প্রতিষ্ঠাতা সভাপতি জুবায়ের আহমদের সভাপতিত্বে ও কাজী মুহিদ আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট গোলাপগঞ্জ যাত্রী-কল্যাণ পরিষদের আহ্বায়ক সুজন খান, গোলাপগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি সেলিম আহমদ, ফয়সল আহমদ দারা, শিক্ষাবিদ জাফরান জামিল, সমাজসেবী আউলাদ আলী, ছাত্রনেতা আব্দুস সামাদ, জুবায়ের আহমদ, আব্দুল খালিক, বাবুল মিয়া সহ হেতিমগঞ্জ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
বক্তারা অবিলম্বে সিলেট-জকিগঞ্জ সড়ক সংস্কার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। অন্যথায় শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দেন।