ষ্টাফ রিপোর্টার: বিবাহ হচ্ছে একটি সামাজিক বন্ধন। আর এই সামাজিক বন্ধনের মাধ্যমেই মানুষের জীবনের নতুন যাত্রা শুরু হয়। বিবাহের মাধ্যমেই মানব জীবনে পরিপূর্নতা আসে। বিগত শনিবার সিলেট ডায়াবেটিক হাসপাতালের সভাকক্ষে জনাব তাজুল ইসলাম এবং ফারজানা খানমের বিবাহত্তোর সংবর্ধনা সভায় ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ডা: ললিত মোহন নাথ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন । প্রধান অফিস সহকারী আব্দুল হাই রাজনের উপস্হাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-জনাব সাদিকুর রহমান সোহেল, মুহিত খান, হৈমন্তী সরকার, সাখাওয়াত হোসেন, সোহেল বেগ, সামসুন্নাহার শীলা, ছালে ইব্রাহিম, আবু তাহের, জান্নতুল ফেরদৌস রাখী, মো: রফিকূল ইসলাম, মিনহাজুর রহমান মিন্টু।