৷ নিজস্ব প্রতিবেদক ঃ সিলেট – তামাবিল সড়কের জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়নে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯মার্চ) রাত সোয়া আটটার দিকে চিকনাগুল ইউনিয়নের শাহজালাল কলেজ গেইট সম্মুখে এ ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে এক ভারসাম্যহীন পথচারী নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.তাজুল ইসলাম পিপিএম।
তিনি বলেন, পিকআপের ধাক্কায় এক লোক মারা গেছেন। হাইওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে তারা ঘটনাস্থলে যাচ্ছে।
এরআগে সোমবার (১৮ মার্চ) তামাবিল মহাসড়ক সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি দুই’র সামনে গরু বোঝা পিক-আপ-লেগুনা মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।