সিলেটের আলো রিপোর্ট :: ৪১৯ জন যাত্রী নিয়ে সিলেট থেকে বাংলাদেশ বিমানের সরাসরি হজ্ব ফ্লাইট শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে। সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল হজ্ব যাত্রীদের বিদায় জানাবেন।
বিমানের সিলেট অফিসের ইনচার্জ (রিজার্ভেশন এন্ড সেলস) শাহনেওয়াজ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৩ আগস্ট সমান সংখ্যক যাত্রী নিয়ে বিমানের আরেকটি ফ্লাইট সিলেট থেকে জেদ্দার উদ্দেশ্যে যাবে। এ জন্য সকল প্র¯‘তি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ২০০৭ সাল থেকে সিলেট-জেদ্দা সরাসরি হজ্ব ফ্লাইট চালু হয়।